বাসন্তি মেয়ে

বসন্ত এসে গেছে।

লাস্যময়ী উচ্ছল দুরন্ত

নুপুর নিক্কনে ঝংকারিত

একটি মেয়ে যার

সারাদেহে ঝিলমিলিয়ে খেলিছে

উদিত সূর্যটার কৃষ্ণচূড়া রং,

রাধাচূড়ার বৈষ্ণবী সাজ

পরনে সরিষা ফুলের হলুদ গেরুয়া বসন

কপালে শিমুলের লাল টিপ

খোপায় গাঁদার ফুল

ঠোট দুটো রেঙেছে পলাশের

চোখ ঝলসানো লালে

গলায় দুলিছে

রোদ ঝলমলে আগুন রঙের মালা

কোকিলের কুহুতানে গুন্জন তুলে

গান গেয়ে গেয়ে

একটি লাল একটি সাদা আরো

একটি গোলাপী গোলাপ হাতে

উচ্ছলতায় লাফিয়ে লাফিয়ে

দৌড়ে দৌড়ে এপার ওপার করিছে

যে মেয়েটি তার নাম বাসন্তি।

বসন্ত এসে গেছে।

Leave a comment